ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যে কারণে নেই উপদেষ্টা আসিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:০১ এএম

ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যে কারণে নেই উপদেষ্টা আসিফ

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরের আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

তিনি বলেন, আমি বর্তমানে সরকারের দায়িত্বে আছি, এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখি না। আসিফ মাহমুদ সজীব আরও বলেন, আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের স্বার্থে কাজ করা। আমরা প্রত্যাশা করি, সকল রাজনৈতিক দল জনকল্যাণমুখী হয়ে কাজ করবে।

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং মেট্রোপলিটন সিটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাহিনীগুলোর টহল কার্যক্রম চালু রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!