‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন আবেদন নিয়ম মেনে চাওয়া হয়নি। আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট ও অন্যান্য দলিলপত্র সংযুক্ত করেনি। তাই আবেদনটি গ্রহণযোগ্য কি না খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ইসি সচিবালয় সূত্রে এমনটা জানা গেছে।
সম্প্রতি ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি দলটির প্রধান বলে উল্লেখ করেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।
নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল।
আবেদন দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।
আপনার মতামত লিখুন :