বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

এবার খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু, দেশে ফিরবেন কবে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:০৫ পিএম

এবার খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু, দেশে ফিরবেন কবে?

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া- ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আগামী কয়েকদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। এই কার্যক্রম চালাচ্ছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, ‘আজ বুধবার (২ এপ্রিল) থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। কাল ও পরশু- আগামী চারদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, তার ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের ডাক্তারগণ) বাসায় উনাকে দেখতে আসবেন।’

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এও জানিয়েছেন, কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডনে ক্লিনিকেও যেতে হতে পারে।

‘আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।’

 

এরআগে লন্ডনে বিএনপি চেয়ারপারসনের মূল চিকিৎসা শেষ। এরপর থেকে তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলেও তার চিকিৎসকরা জানিয়েছেন। তার সিদ্ধান্তের ওপর দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান।

এক্ষেত্রে চলতি এপ্রিল মাসে প্রথমদিকে ফেরার গুঞ্জনও ছিল। কিন্তু এখন তার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হওয়ায় কবে ফিরবেন তা নিয়ে নতুন করে আলোচনা  শুরু হয়েছে।

এ বিষয়ে ডা. জাহিদ বলেন, ‘ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কত দ্রুত তিনি ছুটি দেয়ার মতো অবস্থায় যেতে পারবেন।’

বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন যান। লন্ডন পৌঁছে হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।

এরপর ১৭ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়ার শর্তসাপেক্ষে অনুমতি দেন চিকিৎসকরা।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এখন কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্কে ঘোরানো একটি ভিডিও প্রকাশের বিষয়টি ঠিক কিনা জানতে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হুইল চেয়ারে করে জাস্ট উনাকে (খালেদা জিয়া) গাড়ি থেকে নামিয়ে ঘোরানো হয়েছিল। শীত কম ছিলো সেজন্য কিছুক্ষণ তাকে ঘোরানো হয়।’

এবার লন্ডনে তারেকের বাসায় দুই ছেলের পরিবারের সদস্যদের নিয়ে একান্তে ঈদ উদযাপন করেন বেগম খালেদা জিয়া। লন্ডনে আছেন তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা।

বেগম খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সা‌থে ঈদ উদযাপন করেন বেগম খালেদা জিয়া।

আরবি/ফিজ

Link copied!