শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৯:৩৮ পিএম

দেশে ফিরছেন খালেদা জিয়া, সঠিক সময়ের অপেক্ষায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৯:৩৮ পিএম

দেশে ফিরছেন খালেদা জিয়া, সঠিক সময়ের অপেক্ষায় তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি এপ্রিল মাসেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। লন্ডনে তার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শারীরিক অবস্থাও আগের চেয়ে অনেক ভালো বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

লন্ডনে অবস্থানরত বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার বেশ কিছু মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যদিও কিছু পরীক্ষা এখনও বাকি। সব রিপোর্ট হাতে পাওয়ার পরই দেশে ফেরার তারিখ চূড়ান্ত করা হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং মানসিকভাবেও তিনি ভালো আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রিপোর্টের উপর নির্ভর করছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চলতি মাসেই ম্যাডাম ফিরতে পারেন। তবে এখনও নির্দিষ্ট দিন ঠিক হয়নি।’

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারও জানান, সব রিপোর্ট পাওয়ার পরই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হবে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এপ্রিলের মাঝামাঝি সময়েই খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। তাকে সেখানে ‘লন্ডন ক্লিনিক’ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার দেশে ফেরার খবরে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মামলার কারণে এতদিন দেশে ফিরতে পারেননি। তবে এখন প্রায় সব মামলার নিষ্পত্তি হয়েছে, মাত্র একটি মামলা বিচারাধীন রয়েছে।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তিনি সিদ্ধান্ত নেবেন।

তাদের ধারণা, আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা হলে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন।

তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘তিনি কবে ফিরবেন, সেটা তিনিই জানাবেন। তবে এখনও দিন নির্ধারণ হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারেক রহমান দেশে না থাকলেও দল চালাতে কোনো সমস্যা হয়নি। তিনি লন্ডন থেকেও নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারিত হলে তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন।’

সবমিলিয়ে, খালেদা জিয়ার দেশে ফেরা এখন অনেকটাই নিশ্চিত। আর তারেক রহমানের প্রত্যাবর্তন নির্ভর করছে সময়, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়ার ওপর। বিএনপি নেতাদের মতে, এই দুই নেতার ফিরে আসা দলের জন্য বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে।

আরবি/একে

Link copied!