বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:৫০ পিএম

banner

ভোটে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা মাফিয়া শ্রেণি: ফরহাদ মজহার

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:৫০ পিএম

ভোটে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা মাফিয়া শ্রেণি: ফরহাদ মজহার

মিরপুরের শাহ আলী মাজারে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় বা এলাকা যখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে বলে মনে করছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

তবে ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না বলেও তিনি মনে করেন।

‘ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে’, বলেন তিনি।

শুক্রবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মাজহার বলেন, ‘গণতন্ত্র কায়েম হয় যখন আমরা বুঝবো এ কমিউনিটি সবচেয়ে শক্তিশালী, কমিউনিটিতে থাকতে হবে, কমিউনিটির সিদ্ধান্তে এ এলাকায় উন্নয়ন হবে, কমিউনিটি যেমনি করে চায় তেমনি করে হবে। কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো, কোনটা তার খারাপ।’

 

তিনি বলেন, ‘যে ইসলাম ধর্মের অন্তর্গত না, যে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্মের, অন্য ধর্মের সেও আমার সমাজের অন্তর্গত। আমার সমাজের বাইরে সে না, এই যে সত্য কথাটা, এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতির চর্চা হয় তার একটাই ভাষা, মানুষ। মানুষের চেয়ে সত্য আর কিছু নাই। মাজার এটাই করে। এই যে কথা বলবার যে শক্তির জায়গা এটা যদি রাখতে পারি তখন আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘শক্তিশালী বাংলাদেশ গঠন করতে জনগণকে লাগবে। জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। আমাদের উপদেষ্টা ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা) এটা খুব ভালো করে বুঝেন যে, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।’

মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশেষ অতিথি ফরহাদ মজহার বলেন, ‘মাজার আমাদের মনে করিয়ে দেয় স্মৃতি গুরুত্বপূর্ণ। আমরা যখন এ স্মৃতির উছিলায় একত্রিত হই, মানুষটা নাই কিন্তু মানুষের স্মৃতি আছে, সেটা কি? তার কাজ, তার আমল। মানুষ নশ্বর, মৃত্যুকে সে কখনোই এড়াতে পারবে না, সে মরবেই কিন্তু সে যেটা রেখে যায় সেটা হচ্ছে আমল। মাজার শেখায়, তোমার জীবন তুচ্ছ, তোমার আমল সবার আগে।’
 

আরবি/ফিজ

Link copied!