ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

যুবলীগ ও ছাত্রলীগের দখলে মিরপুর-১০

নিউজ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা এক দফা দাবিতে সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। তবে আজ রোববার (৪ আগষ্ট) সকাল থেকে রাজধানীর মিরপুরে শিক্ষার্থীরা না থাকায় মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দখলে নেয়।

রোববার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১ ও ১২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মিরপুরের প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন।

যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে।

 

আরবি/জেআই