ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পুলিশ এগিয়ে আসলে আমরা পাহারা দেব: জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ১২:৩২ পিএম

পুলিশ এগিয়ে আসলে আমরা পাহারা দেব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রশাসনের সঙ্গে ইতোমধ্যেই বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে আমাদের স্থানীয় দায়িত্বশীল পর্যায়ের নেতাদের মিটিং হয়েছে। আমাদের পক্ষ থেকে তাদের পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে যে, তারা যদি দায়িত্ব পালনে এগিয়ে আসেন আমরা তাদের পাহারা দেব।’

শুক্রবার (০৯ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী কলেজ মাঠে নিহত শিবির নেতার জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জানাজায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আমূল সংস্কার প্রত্যাশা করি। সংস্কারের যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এটি শেষ হয়নি। এই যুদ্ধে আমরা আছি এবং ইনশাআল্লাহ থাকব।’

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘যে সমস্ত যুবসমাজ বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য বুক উঁচিয়ে যুদ্ধ করেছেন সেই ছাত্র-যুবসমাজের যে প্রত্যাশা, এ দেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা আমাদের দলের সেই একই প্রত্যাশা। আর সেই প্রত্যাশা হলো দেশের ইনসাব কায়েম করা, বৈষম্য ও বেইনসাবি দূর করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা।’

আমিরে জামায়াত আরও বলেন, ‘আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে লাঠি হাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পাহারাদার হিসেবে বসিয়ে দিয়েছি। গত ৩ দিন ধরে তারা দিনরাত পাহারা দিচ্ছে। তাদের (সংখ্যালঘু) মধ্য থেকে অথবা সাধারণ নাগরিকদের মধ্য থেকে কেউ যদি নিরাপত্তাহীনতা ফিল করে তাদের সাহায্যের জন্য আমরা ইমার্জেন্সি হেল্পলাইন ওপেন করেছি।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে কমিটি ফরমেশন করেছি। প্রথম দিন থেকে বক্তব্য-বিবৃতির মাধ্যমে আমরা জাতিকে আহ্বান জানিয়েছি আমরা এনার্কি বা বিশৃঙ্খলা হতে দেব না। এ জন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।’

 এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরবি/জেআই

Link copied!