ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০১:৪৪ পিএম

মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

ফাইল ছবি

ঢাকা: ৫ আগষ্ট প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনেকটা বানের জলের মতো ভেসে গেছে আওয়ামী লীগের চেইন অব কমান্ড। টানা চার মেয়াদে ক্ষমতায় আসা দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলনে পতনের পর অস্তিত্ব সংকটের মুখে পড়ে।

দলকে চাঙ্গা করতে, মধ্যরাতে দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে দেওয়া সেই নির্দেশনাগুলো হলো :

‘প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ইমেইলে

যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উসকানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’

‘সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার

, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।’

‘আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কোনো ধরণের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না।’

‘প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতারকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান, এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে’ উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে।

 

আরবি/এস

Link copied!