ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: আবদুর রব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০১:৩৭ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: আবদুর রব

ফাইল ছবি

ঢাকা: স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় বিপ্লবের পরে দলীয় সরকার কায়েম হয় না। দেশের মালিক জনগণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আহ্বান জনগণের সঙ্গে থাকা লাগবে। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা লাগবে।  

স্বাধীনতাকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্যে গঠন করতে হবে উল্লেখ করে আব্দুর রব বলেন, সংস্কার ছাড়া নির্বাচন করলে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে। নির্বাচন অবশ্যই করবো তবে আগে সংস্কার করতে হবে। রাষ্ট্র মেরামত করতে হবে।

গণঅভ্যুত্থানে পুরোনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। ফলে সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। সংবিধানসহ সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেশবাসীর কাছে উপস্থাপনের যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে তা বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।

আরবি/এস

Link copied!