ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

জাসাস ময়মনসিংহের আয়োজনে বন্যার্তের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:৩২ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

 

১৩ অক্টোবর জাসাস ময়মনসিংহ উত্তর জেলা, মহানগর ও দক্ষিণ জেলার উদ্যোগে হালুয়াঘাট উপজেলার রুহি পাগারিয়ার বন্যা কবলিত এলাকার প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। 

বিশেষ অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহ্ মো. বিল্লাল হোসেন, আশরাফ হোসেন শাহীন, শামসুল হোসেন ও চলচ্চিত্র পরিচালক জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক)। 

ময়মনসিংহ জেলা মহানগরের বিএনপি ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।