ঢাকা শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: নজরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০১:৪৩ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: নজরুল

ছবি: রূপালী বাংলাদেশ

বিনিপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে।’

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে এ বৈঠকে আরও অংশ নেন স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যমুনায় প্রবেশ করেন।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ।

আরবি/এফআই

Link copied!