ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

গ্যাটকো দুর্নীতি মামলা

খালেদা জিয়াসহ ৩ জন পেলেন অব্যাহতি

নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তবে এ মামলায় অপর ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আপর অব্যাহতি প্রাপ্তরা হলেন, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।