ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ওয়ান-ইলেভেনের বিরাজনীতিকরণে এখনও ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৫:৫৫ পিএম

ওয়ান-ইলেভেনের বিরাজনীতিকরণে এখনও ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

ছবি, সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতির বাইরে থেকে আসা সংস্কারের বাস্তবতার সঙ্গে অনেক অমিল থাকে। তাই রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সমাধান করা উচিত। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিত সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে শেক হাসিনার নির্দেশে সাজা দেবার পর আপিল করলে জামিন না দিয়ে দণ্ডাদেশকে দ্বিগুণ করেছে। বিশ্বের দৃষ্টান্ত খালেদা জিয়া ন্যায় বিচার পায় নি। খালেদা মৌলিক প্রশ্নে কখনো মাথা নত করেন নি আপোষ করেন নি। ওয়ান এলিভেনের বিরাজনীতিকরনের চক্রান্ত এখনও চলছে।  রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের তো কেউ গ্রেপ্তার হচ্ছে না। সবাই তো আরাম-আয়েশে ঘোরাফেরা করছে।’

আরবি/এস

Link copied!