ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মতিঝিল এলাকায় আ.লীগের ঝটিকা মিছিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৫:৫০ পিএম

মতিঝিল এলাকায় আ.লীগের ঝটিকা মিছিল

ঢাকা: আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে থেমেথেমে পরিস্থিতি কিছুটা উতপ্ত হতে দেখাযায় রাজধানীর জিরো পয়েন্ট এলাকায়। সকল প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শহীদ নূর হোসেনের স্মরণে এবং অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে প্রতিহত করতে একই স্থানে এবং একই সময়ে পাল্টা কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি ঘোষণার পর গতকাল রাত থেকে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফলে রোববার (১০ নভেম্বর) সকালে থেকে গুলিস্থান এলাকা থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে। যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া এ বিষয়ে আগে থেকেই কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে একটি মিছিল দেখা যায়। মিছিলটি বিকেল আনুমানিক ৩ টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টের দিক থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বক চত্বরের দিকে এগোতে গেলে ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় তাদের হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে নানান স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সকল স্থানে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। এসব কর্মসূচির জন্য সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত ট্রাফিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাদা পোশাক ও পোশাকে আইনশৃঙ্খলা বাহনীর শত শত সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশের এপিসি, জলকামানসহ বিভিন্ন ধরনের যানবাহন।

আরবি/এস

Link copied!