ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
মেজর হাফিজ

অন্তর্বর্তী সরকার ২০ বছর ক্ষমতায় থাকতে চায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:৪৩ পিএম

অন্তর্বর্তী সরকার ২০ বছর ক্ষমতায় থাকতে চায়

ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সংস্কার করতে চায় না, তারা ২০ বছর ক্ষমতায় থাকতে চায়- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ‘৭ নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

তিনি বলেন, এখন দেশের কৃতি সন্তান ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা জানি তাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেলো যে, যায় লঙ্কায় সে হয় রাবণ। তারা ২০ বছর ক্ষমতায় থাকতে চায়।

আওয়ামী ঘরানার বহু মানুষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ডুকে গেছে অভিযোগ করে মেজর (অব.) হাফিজ বলেন, ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় দেশটা তারা স্বাধীন করেছে, আর কেউ এখানে অংশগ্রহণ করে নাই। বিএনপিসহ অন্যান্য দলের যে হাজারও লোক জীবন দিয়েছে তার হিসাবে কে করবে?

আরবি/এফআই

Link copied!