ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনার দেশপ্রেম নয়, ভারত প্রেম ছিল: রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:১১ পিএম

শেখ হাসিনার দেশপ্রেম নয়, ভারত প্রেম ছিল: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের নেতাকর্মীদের ফেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বার্থপরের মত পালিয়ে গেছেন। তার কোনো দেশপ্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে জুলাই গণআন্দোলনে চোখ হারানো ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষদের চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নাকি ঢাকা শহর উথাল-পাতাল করে দেবে। ওদের মতো আমরা মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারাও দিইনি। কিন্তু ওদের সেদিন কোথাও দেখা যায়নি। কোথায় যুবলীগ? কোথায় ছাত্রলীগ? অথচ একসময় বিএনপি বের হলেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হতো। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণামও হয়েছে ভয়াবহ। সঙ্গীসাথী ফেলে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার এদেশে ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতাকে ধরে রাখতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না। তার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল তার। তার প্রেম কার সঙ্গে ছিল এটা জনগণ জানতো এবং বুঝতো।

‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ সেবা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, মাসুদ কামাল, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

আরবি/এফআই

Link copied!