ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: রবিউল আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৭:১১ পিএম

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: রবিউল আলম

ছবি, সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্তবর্তীকালিন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেন, আওয়ামী লীগের যে কোন অপচেষ্টা প্রতিহত করবে জনগন। অন্তবর্তীকালীন সরকারকে ঐক্যমত্যের সরকার উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোষরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন শেখ রবিউল আলম।

ফ্যাসিস্টের পতন হলেও এখনো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক ব্যাবস্থা ফিরে আসেনি। তাইতো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, রাজপথে থেকে এই সরকারকে সহযোগীতা করার আহ্বান জানান এই বিএনপি নেতা। 
এই ফ্যাসিস্ট শক্তির ওপর ভর করে দলের ভেতরে কোন কোন নেতা সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারী দেন শেখ রবিউল আলম।

এর আগে ফ্যাসিস্টদের সাম্পতিক কর্মকান্ডের প্রতিবাদে মিছিল করে শেখ রবিউল আলমের নেতৃত্বে বিএনপি নেতআকর্মীরা। রাজধানীর ধানমন্ডীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয় এই মিছিলটি। সেখান থেকে সিটি কলেজের সামনে থেকে জিগাতলা মোড় হয়ে, ধানমন্ডী ৩/এ তে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরবি/এস

Link copied!