বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকার গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাতের সময় বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসুর জানান দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, ব্যবসা-বানিজ্য, সাংস্কৃতিক বিনিময় বিষয়াদি নিয়ে আলোচনা হয়ছে।
তিনি বলেন, ‘‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের মনে আছে বোধহংয় তার্কিস প্রেসিডেন্টের ওয়াইভ প্রথম বিদেশি ডিগনেটেরিজ হিসেবে রোহিঙ্গা শরানার্থী ঘটনার দুই সাপ্তাহের মধ্যে ঢাকায় এসেছিলেন। তার আগে কোনো বিদেশী আসেন নাই। সেজন্য তুরস্কের একটা কমিটমেন্ট আছে রোহিঙ্গার সমস্যা সমাধানের ব্যাপারে।”
আপনার মতামত লিখুন :