ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাপা মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৫:৩৪ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাপা মহাসচিবের

‘দৈনিক রূপালী বাংলাদেশ’-এর প্রথম পাতায় ‘বহাল তবিয়তে জাপার চুন্নু’ শিরোনামে গত সোমবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। যদিও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যের বক্তব্যসহ সংবাদটি তৈরি করা হয়।

প্রতিবাদ লিপিতে জাপা মহাসচিব বলেছেন, সংবাদটি ভিত্তিহীন, মনগড়া, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ। হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে সংবাদ প্রকাশের মাধ্যমে তার রাজনৈতিক জীবনে কালিমা লেপনের অপচেষ্টা করা হয়েছে। সত্য ও বাস্তবতার সাথে কল্পনাপ্রসূত এই সংবাদের কোনো মিল নেই। তার রাজনৈতিক জীবনকে ধ্বংস করতেই ষড়যন্ত্রমূলকভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো. মুজিবুল হক চুন্নু দাবি করেন, কানাডায় তার বাড়ি থাকার সত্যতা প্রমাণে সংবাদে কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তার ট্যাক্স ফাইলে দেওয়া তথ্যের বাইরে কোনো সম্পদ থাকলে তা সরকার বাজেয়াপ্ত করতে পারবে। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা অর্জনের সপক্ষেও কোনো তথ্য দিতে পারেননি প্রতিবেদক। ২০১৪ সালের নির্বাচনে যাওয়া বা না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির বর্তমান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। জাপা মহাসচিব আরও বলেন, তার স্ত্রী রোকসানা কাদের বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

প্রকাশিত সংবাদে তার নামে যে টাকার কথা উল্লেখ করা হয়েছে, সেই টাকা সম্পূর্ণটাই তার অবসরকালীন পাওনা। পরে জিপি ফান্ডের টাকা বাংলাদেশ ব্যাংকের চেকের মাধ্যমে তার অ্যাকান্টে জমা হয়েছে। যা তার ট্যাক্স ফাইলে উল্লেখ আছে।

প্রতিবেদকের বক্তব্য, সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছ থেকে তথ্য পেয়ে ও যাচাই করে জাতীয় পার্টি মহাসচিবের নামে ওই সংবাদটি করা হয়। এ নিয়ে মোবাইলে তার বিস্তারিত বক্তব্য নেওয়া হয়, যা প্রকাশিত সংবাদে সন্নিবেশিত রয়েছে। হত্যা মামলার আসামি হওয়ার বিষয়টি প্রতিবাদলিপিতে তিনি এড়িয়ে গেছেন। 

Link copied!