ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের তারেক রহমানের বার্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৯:৫৪ এএম

আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের তারেক রহমানের বার্তা

ছবি: সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে, তা সহজ হবে না।  এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।

সোমবার (২ ডিসেম্বর) খুলনায় বিএনপি’র বিভাগীয় কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, বিগত তিন মাসে যারা ভুল করেছে, তাদের সঠিক পথে আনতে হবে।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, অনেকেই মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, এটা ঠিক না। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি’র আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে দলের নেতাকর্মীদের আচরণের ওপর। নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে, যেন আগামী দিনে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়।

রাষ্ট্র সংস্কারের জন্য ২ বছর আগে দেয়া ৩১ দফা প্রস্তাব সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনায়।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যসহ দলটির সর্বস্তরের নেতারা অংশ নেন কর্মশালায়। অনলাইনে লন্ডন থেকে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরবি/এফআই

Link copied!