ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:৫১ পিএম

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মামলা শেষ হলে দ্রুত সময়ের মধ্য দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তারেক রহমান নেতাকর্মীদের ধৈর্য্য ধরারও আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এই কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো’ তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছ বলেও জানান তিনি।

সংস্কার নয়, নির্বাচনকে প্রধান্য দিচ্ছে বিএনপি এমন ধারণা ভুল বলে জানান বিএনপি মহাসচিব।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমে চিকিৎসার জন্য লন্ডনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসার পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। এছাড়া লন্ডন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

আরবি/এফআই

Link copied!