ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিজয় দিবসে ছাত্রশিবিরের র‍্যালি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:০৩ পিএম
ছবি, সংগৃহীত

রাজধানীতে বর্নাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‍্যালি করেন তারা। সমাবেশে শিবির নেতারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি বলে অভিযোগ তোলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয় র‍্যালি। জাতীয় পতাকা, রঙয়ের ব্যানার, ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন শিবিরের নেতাকর্মীরা। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিলো তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি। সবশেষ ২০২৪ জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়মীলীগ।