বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) তিনি সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে মা খালেদা জিয়াকে দেখতে যান।
এসময় হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, “দেশবাসীর কাছে এটাই বলবো, সন্তান হিসেবে আমি আমার মায়ের জন্য দোয়া চাই।” এরপর তারেক রহমান মায়ের সুস্থতার বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রাতের মধ্যেই তার মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা উপস্থিত থাকার কথা। এছাড়া, যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডের সভায় যোগ দেবেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মতামত লিখুন :