ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

‘মানুষের কাছে মুখ দেখানোর সৎসাহস আওয়ামী লীগের নেই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:২৩ পিএম

‘মানুষের কাছে মুখ দেখানোর সৎসাহস আওয়ামী লীগের নেই’

ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষকে হত্যা করেছে। হাজারো মানুষকে নির্যাতন করেছে। তারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। তারা দেশের সম্পদও লুট করেছে। তারা মুখে উন্নয়নের বুলি শুনিয়েছেন। মানুষের কাছে মুখ দেখানোর সৎসাহস তাদের নেই।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লালবাগ শহীদ নগরে ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

হামিদ বলেন, অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে। অবাধ এবং সুষ্ঠ নির্বাচন যেটি আটকে দেয়া হয়েছিল। শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন। মিডনাইট নির্বাচন করেছেন ভোটার শূন্য নির্বাচন করেছেন সেটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করার দরকার সেইটা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার প্রেতত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুনগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পস্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সকল পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সফিউদ্দিন আহমেদ সেন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন পিচ্চি, সদস্য সচিব মো. সুজন, লালবাগ থানা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ইয়াকুব হোসেন, ছাত্রদলের আহবায়ক আফতাব ইয়াকিন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, ২৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাসাদ্দেক হোসেন বাবলু, ২৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শ্যামল, লালবাগ থানা সাবেক সাধারণ সম্পাদক জিয়ার আলী তাইয়াব প্রমুখ। 

আরবি/জেআই

Link copied!