বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডনে মেডিকেল বোর্ড বসেছে। তাঁর জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০দিন ধরে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বেগম জিয়ার হার্টে একটি ব্লকে ২০২২ সালে রিং পরানো হয়, পরে হৃদযন্ত্রে বসানো হয় পেস মেকার।
এছাড়াও লিভার সিরোসিসের জন্য ব্যবহার করা হয়েছে টিপস পদ্ধতি। শারীরিক নানা জটিলতায় ভোগায় পরবর্তী চিকিৎসা পদ্ধতি শুরু করতে প্রয়োজনীয় নানা পরীক্ষা-নিরীক্ষা সারছেন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। শিগগিরই সব রিপোর্ট হাতে পাবার আশা করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
আপনার মতামত লিখুন :