বিএনপি আগামী নির্বাচনে কোন ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না। এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) শ্বেতপত্র এবং অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফখরুল ইসলাম বলেন, বিএনপি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চায় এবং সংসদে সব বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, রাজনীতিতে সংস্কার প্রয়োজন এবং দুটি কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, তা জনগণই ঠিক করবে।”
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন ও ভারতের সঙ্গে সরকারের আলোচনার অভাবের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “বিগত সরকার এ বিষয়ে কোনো কার্যকর আলোচনা করেনি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা বিশ্বাস করি, একটি নির্বাচিত সরকার সব ধরনের সংস্কার করতে সক্ষম। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি এখন নতুন নীতিমালা সাজাচ্ছে।”
আপনার মতামত লিখুন :