ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনা ক্ষমতায় থেকে খুন-গুম-অর্থ পাচার করেছেন: আমান উল্লাহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১২:০৪ পিএম

শেখ হাসিনা ক্ষমতায় থেকে খুন-গুম-অর্থ পাচার করেছেন: আমান উল্লাহ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে খুন, গুম এবং অর্থ পাচার করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০’র ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো, দেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করা। বিএনপি এবং দেশের মানুষ প্রত্যাশা করে যে, সরকার দ্রুত নির্বাচন দেবে।”

শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন।”

এসময় পাঠ্যবইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করার এবং তাঁর স্মৃতিফলক ও আসাদগেট সংরক্ষণ করার দাবি জানান তিনি।

পরে শহীদ আসাদের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আরবি/এফআই

Link copied!