ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

খেলোয়াড়দের রাজনীতি করা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১২:৪২ পিএম

খেলোয়াড়দের রাজনীতি করা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ জারি করার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

একইদিন বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ফখরুল বলেন, “এটা আমার বিষয় নয়, তাই আমি মন্তব্য করতে চাই না।”

তবে তিনি জানান যে, সক্রিয় খেলোয়াড়ি জীবন চলাকালীন রাজনীতিতে জড়ানো উচিত নয়। তার মতে, এতে খেলার পরিবেশ এবং রাজনীতির মধ্যে বিরোধের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে খেলোয়াড়রা রাজনীতিতে যোগ দিতে চাইলে তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘খেলাধুলা এবং রাজনীতির মধ্যে সম্পর্ক থাকা উচিত নয়, বিশেষত যখন কেউ সক্রিয় খেলোয়াড়। তবে খেলা ছেড়ে দেওয়ার পর কেউ রাজনীতি করলে সেটা তার অধিকার। এ বিষয়ে মানুষের স্বাধীনতা থাকা উচিত।’

দীর্ঘ সময় পর মির্জা ফখরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হন। তিনি জানান, ‘১৯৯১ সালে বোর্ডের সদস্য হওয়ার পর এত বছর পরে এবারই তিনি প্রথম স্টেডিয়ামে এসেছেন।’

আরবি/এফআই

Link copied!