ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:১৪ পিএম

অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণ সম্ভব।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচিত সরকার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, যেখানে অনির্বাচিত সরকার এ কাজটি করতে সক্ষম নয়।

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করতে হবে এবং বিপ্লবী মানসিকতা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।

ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনে দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, বর্তমানে আমলাদের মধ্যে দুর্নীতি, চুরি এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কোনো চিন্তা নেই।

এছাড়া তিনি পড়াশোনা এবং জ্ঞান চর্চার গুরুত্বের কথা উল্লেখ করে বিভিন্ন দেশের বিপ্লবের পর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আলোচনা করেন।

আরবি/এফআই

Link copied!