ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১২:১৬ এএম

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৩ দিন ধরে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক-এ চিকিৎসাধীন। হাসপাতালের অধ্যাপক লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডি’র নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

শারীরিক প্রয়োজনে প্রতিদিনই নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে বেগম জিয়ার। আপাতত প্রাথমিক চিকিৎসা চললেও লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

পরিবারের সদস্যদের একান্ত সান্নিধ্যে হাসপাতালে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে তদারকি করছেন বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!