ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

‘অন্তর্বর্তী সরকার কিছু বিষয়ে নিরপেক্ষ থাকছে না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:৫৪ পিএম

‘অন্তর্বর্তী সরকার কিছু বিষয়ে নিরপেক্ষ থাকছে না’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহত্তর স্বার্থে সরকারকে নিরপেক্ষ থাকতে আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৬৯-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ এর ৫৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে অনেক যৌক্তিকতা রয়েছে। অথচ এ দাবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। দেশের জনগণ ১৫ বছর ধরে ভোটের অপেক্ষায় রয়েছে। দ্রুত ভোট না হলে সংকট আরও গভীর হতে পারে।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সকল দল ও মানুষের সমর্থন রয়েছে। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটাই আমাদের আশা।

আরবি/এফআই

Link copied!