লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শিগগিরই লন্ডনের আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখবেন। সব রিপোর্ট পর্যালোচনা করে মূল চিকিৎসা শুরু করবে মেডিকেল বোর্ড। আপাতত ওষুধ দিয়েই প্রাথমিক চিকিৎসা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ।
লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, দুই সপ্তাহ ধরে চলা স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরপর বেশকিছু নতুন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়।
একইসাথে দু-একদিনের মধ্যেই লন্ডনের আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখার বিষয়টিও চূড়ান্ত করেছে মেডিকেল বোর্ড।
এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক নানা জটিলতায় ভোগা বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি কতটুকু সম্ভব তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পূর্ণাঙ্গ চিকিৎসায় যাবার আগ পর্যন্ত আপাতত ওষুধের ওপরই নির্ভর করছে মেডিকেল বোর্ড।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যুক্ত আছে।
আপনার মতামত লিখুন :