ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না, ভারতীয় মন্ত্রীর উদ্দেশ্যে ফারুক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:১৮ পিএম

বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না, ভারতীয় মন্ত্রীর উদ্দেশ্যে ফারুক

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে যা করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত নিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর টালবাহানা চলবে না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের আয়োজনে জনগণের ওপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার ওপরে জনগণ থাকবে।

এসময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর- ‘জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না’ এমন বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, ‘যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিত করেছেন, যিনি সার্ক গঠন করেছেন, যিনি খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করেছিলেন, সেই জিয়াবাদ নিয়ে দয়া করে মন্তব্য করবেন না।’

ফারুক বলেন, হাসিনার পতন শুধু জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত ১৬ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক দলগুলোকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছে। জেল জুলুম হামলা মামলা সব সহ্য করেছে। রাতে আমাদের ঘুম হারাম ছিল, কবরস্থানে ঘুমিয়েছি।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করেছি এবং আশা করি, আগামীতে বাংলাদেশে এমন নির্বাচন হবে, যেখানে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। বাংলাদেশে সংস্কার হবে, আইন প্রণয়ন হবে। তবে তার আগে, ষড়যন্ত্র করে ১/১১ এর মতো বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। 

আরবি/এফআই

Link copied!