ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

হাসপাতাল থেকে ছেলের বাসায় বেগম জিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৭:৫৯ এএম

হাসপাতাল থেকে ছেলের বাসায় বেগম জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৭ দিন পর হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন।  শুক্রবার রাত ৩টায় (লন্ডনের সময় রাত ৯টা) দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। আপাতত বাসায় চলবে চিকিৎসা। প্রয়োজন পড়লে যাবেন হাসপাতালে।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্টের সমস্যার সমাধান হয়েছে। তবে বর্তমানে তার প্রধান সমস্যা কিডনিতে। এভার কেয়ার হাসপাতালে পূর্বে দেওয়া চিকিৎসা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা শুরুতে গ্রহণ করেননি। 

পরে নতুন পদ্ধতিতে কিডনির চিকিৎসা শুরু হয়। কয়েকদিন আগে ক্রিয়েটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে, নতুন চিকিৎসার ফলে তিনি এখন অনেকটাই ভালো আছেন।

দেশে ফেরার বিষয়ে চিকিৎসকরা জানান, তার মূল চিকিৎসা শেষ হয়েছে। এখন শুধু ফলোআপ প্রয়োজন। দেশে ফিরতে তিনি কখন প্রস্তুত হবেন, তা সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এখন থেকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। 

মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যরাও তার চিকিৎসা পর্যবেক্ষণ করবেন। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী তার চিকিৎসা চলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!