ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে সরকার: আমীর খসরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০১:৫০ পিএম

গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে সংকটে পড়বে সরকার: আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি গণতন্ত্রের বাইরে কোনো অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকে, তাহলে তা দেশের জন্য ভালো হবে না। তিনি বলেন, সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সমর্থন হারানোর পর সংকটে ফেলতে পারে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, যত বেশি সময় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে। কারণ তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাব থাকে। প্রতিটি সিদ্ধান্ত, পদক্ষেপ ও বক্তব্যের আগে সরকারের সদস্যদের সতর্ক থাকতে হবে।

অপর এক আলোচনা সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, একমাত্র নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে। জাতীয় ঐক্য রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই।

আরবি/এফআই

Link copied!