ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:১৪ পিএম

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়নে কমিটি গঠন

ফাইল ছবি

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (২৭) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সদস্য হিসেবে থাকছেন, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম(রংপুর বিভাগ), সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু ও মুহাম্মদ মুনির হোসেন, মো. তারিকুল আলম তেনজিং ও মো. আবদুস সাত্তার পাটোয়ারী। অধ্যাপক আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু, 

এর আগে গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরবি/ এইচএম

Link copied!