বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৭) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং সদস্য হিসেবে থাকছেন, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম(রংপুর বিভাগ), সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু ও মুহাম্মদ মুনির হোসেন, মো. তারিকুল আলম তেনজিং ও মো. আবদুস সাত্তার পাটোয়ারী। অধ্যাপক আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু,
এর আগে গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপনার মতামত লিখুন :