ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিএনপির সাথে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম: নজরুল ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১০:২০ পিএম
ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদকে হটানো হয়েছে; নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্র ফেরাতে জমিয়তে উলামায়ে ইসলামসহ সবাই যুগপৎ আন্দোলনে থাকবে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের লিয়াঁজো কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। নজরুল ইসলাম খান আরও বলেন, পূর্বের ন্যায় যেকোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। 

এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থ সামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ১২ দলীয় জোটের সাথেও লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।