ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামী লীগকে গুরুত্ব দিচ্ছে না, নির্বাচনে মনোযোগ বিএনপির

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:৩৮ পিএম

আওয়ামী লীগকে গুরুত্ব দিচ্ছে না, নির্বাচনে মনোযোগ বিএনপির

প্রতীকি ছবি

সম্প্রতি টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি-জামায়াতের পাশাপাশি বৈষম্যবিরোধীরাও রাজপথে তাদের মোকাবেলা করবে। তবে বিএনপি মাঠে নামলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।  তবে আওয়ামী লীগকে ঠেকাতে এখনো কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো গুরুত্ব না থাকলেও দলটিকে  ঠেকাতে যেকোন কর্মসূচি দিয়ে গুরুত্ব বাড়ানো এবং ইস্যু তৈরি করার কোনো মানে হয় না বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা।

তারা মনে করেন, নির্বাচন হচ্ছে সব সমস্যার সমাধান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে আওয়ামী লীগের তৎপরতা থাকত না। আওয়ামী লীগ যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তা তাদের কর্মসূচির ধরন দেখে বোঝা যাচ্ছে। নইলে এমন গণহত্যা চালানোর পর কী করে ছয় মাসের মাথায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়! আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয়নি। তাই তাদের দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রকাশ্য কিংবা গোপনে—কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচি পালনের নৈতিক অধিকার নেই। জুলাই গণহত্যার দায়ে দলটির নেতাদের নামে মামলা করা হয়েছে, বিচার শুরু হয়েছে। আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি। এই দলটিকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।’

ফেব্রুয়ারিতে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে কর্মসূচি দেবে। ফলে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে পাড়া-মহল্লায় একধরনের পাহারায় থাকবে। এর প্রভাব পড়বে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। তাঁরা কেউ কর্মসূচি নিয়ে মাঠে নামতে সাহস পাবেন না বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

আরবি/এসবি

Link copied!