ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

প্রশাসনকে দোসরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না: সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:৩৩ পিএম
রূপালী বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও দেশ এখনো অরক্ষিত। যতদিন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে পতিত স্বৈরশাসকের দোসরদের বিতাড়িত না করা যাবে ততদিন আমরা কেউ নিরাপদ নই।

তিনি বলেন, আমরা এখনো মিথ্যা রাজনৈতিক মামলা থেকে দায়মুক্তি পাচ্ছি না। আজও আদালতের বারান্দায় অনবরত হাজির হতে হচ্ছে। বিএনপির যেসকল নেতাকর্মীদের বাড়ীঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে রেখেছিলো তা এখনও তাদের দখলেই আছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫১ নং বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডে "এলাকাবাসীর কথা শুনতে চাই এবং শীতার্তদের শীত বস্ত্র বিতরণ" কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল বলেন, আজকে চেয়ারম্যান মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনঃবাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলবো- আপনারাও কি এদের পুনঃবাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন?

তিনি বলেন, দেশের থানার সকল কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সকলেই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিলো। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতআত্মা সকল সচিব এই অন্তবর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে, যা দেশের জন্য গনতন্ত্রের জন্য অশনিসংকেত।

৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিট সদস্য তরিকুল ইসলাম পলাশ,  ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ড সাবেক যুবদল নেতা রিয়াজ উদ্দিন সরদার, শ্যামপুর  থানা বিএনপি নেতা মো সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা,  মীর্জা আব্দুল খালেক লিটন, ক্বারী ওবায়দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫৪  নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ৫১ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক মোঃ মমিন মিয়া, ৪৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব মোঃ মুরাদ মামুন, ৫২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ই ম রানা মেহেদী, ৫৪ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, শামীম রেজা, পিন্টু চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সদস্য মো. সেলিম, স্বেচ্ছাসেবক দল শ্যামপুর থানার যুগ্ম আহবায়ক কামাল হাওলাদার, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, কদমতলী থানার সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহবায়ক রাজন মিয়া, শ্যামপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সাঈদ রনি, কদমতলী থানার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুর রহমান শহিদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য পারভেজ মোল্লা মার্সেল প্রমুখ।

অনুষ্ঠান শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।