ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

রাজনীতির মাঠে নামছেন তারেক কন্যা জাইমা!

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

আমেরিকার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। এর মাধ্যমে কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তারেক কন্যা? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠলেও দলের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়েদা রহমানের একমাত্র মেয়ে। তিনি আগামী ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি যাচ্ছেন ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে। এটি হতে যাচ্ছে বিএনপির হয়ে তার প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ। সেই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও যোগ দেবেন।

জানা গেছে, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সেখানে তার প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন কন্যা জাইমা রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র আন্দোলনের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি।

সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার অ্যাট ল’ পাস করেন জাইমা রহমান। এর আগে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।