রাজধানীর মিরপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৯৭ শহীদ শ্রমিক পরিবারের সমবেদনা জানাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে দুই শহীদ শ্রমিক নেতার পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ- এর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুইজন শহীদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১৩ নাম্বার এলাকায় আনুষ্ঠানিকভাবে নিহত শ্রমিক নেতাদের পরিবারে অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় নিহত শ্রমিক নেতা শহীদ মোহাম্মদ ফজলু এবং শহীদ ফাইজুল ইসলাম রাজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধিরা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের ব্যাক্তিগত সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও সম্মিলিত শ্রমিক পরিষদ এর সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন এর নেতৃত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ তারিকুল আলম তেনজিং, শ্রমিক দল কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-মহিলা সম্পাদক হামিদা খাতুন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান, কাফরুল থানার আহ্বায়ক রাজেশদুল হাসান রনি, সদস্য সচিব শরিফুল ইসলাম ভূইয়া রুবেল সহ ঢাকা জেলা ও মহানগর শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।