ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুর খবরটি গুজব

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৪৪ পিএম
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত হয়ে  প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ইন্টারনেট মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরণের তথ্য ও অপতথ্য প্রচার হয়ে আসছে। তবে গত ৩০ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর তথ্য প্রচার করা হয়েছে। তবে ইন্টারনেটে প্রচারিত শেখ হাসিনার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ইন্টারনেটে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, গত ৩০ জানুয়ারি প্রথমবারের মতো এমন পোস্ট করা হয়। তবে ওইসব পোস্টে দাবিটির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একই তারিখ থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করেও শেখ হাসিনার মারা যাওয়ার দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। যদিও এই সময়ে দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে।

[31038]

এছাড়া, বিষয়টি নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টসহ শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করেও ইন্টারনেটে প্রচারিত দাবিটি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দেশ-বিদেশের কোনো গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে তা সে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার করা হয়। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।