সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং দ্রুত সুষ্ঠু ভোট দেওয়া।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সম্প্রতি ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত।
এছাড়া, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে তিনি বলেন, মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস এবং অন্যান্য পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়বে।
বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনা কী? এমন প্রশ্নের উত্তরে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি করার যোগ্যতা আছে কি না, তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।
আপনার মতামত লিখুন :