ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা তাদের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে এই প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতির কাজ চলছে।

জামায়াতে ইসলামী শেরপুর জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তিনটি আসনে প্রার্থী মনোনীত করেছেন। প্রার্থীরা হলেন- শেরপুর-১ (সদর উপজেলা): হাফেজ এম.ডি. রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি): গোলাম কিবরিয়া, শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি): নূরুজ্জামান বাদল।

শেরপুর জেলা জামায়াতে ইসলামী-এর প্রচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রার্থীরা আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে কাজ করবেন এবং শেরপুর জেলার মানুষের কল্যাণে নিবেদিত থাকবেন।

প্রচার বিভাগ আরও জানিয়েছে, দলীয় কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে এবং প্রার্থীদের প্রতি জনগণের সমর্থন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালানো হবে।