ডা. সাবরিনা হুসেন (মিষ্টি) আনুষ্ঠানিকভাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগদান করেছেন। মঙ্গলবার, জিসাস-এর কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এসময় তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, যা তার নতুন দায়িত্বের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই যোগদানের মাধ্যমে জিসাস সাংস্কৃতিক সংগঠন তার সাংগঠনিক কার্যক্রমে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :