ছাত্র-জনতার অকল্পনীয় অভুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। আমরা দেখছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাকে আশ্রয়ের মধ্যে দিয়ে নানান ষড়যন্ত্রে সহযোগীতা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী`র উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত "২য় স্বাধীনতার শহীদ যারা" শীর্ষক স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্য রাখবেন। আমরা আশা করবো তিনি তার সকল অপকর্মের জন্য লজ্জিত হবেন। একইসাথে তার ২৪ এর হত্যাকান্ডে যারা জড়িত ছিলো সে সকল তথ্য জাতির উদ্দেশ্য প্রকাশ তুলে ধরবেন।
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা একজন আসামীকে আশ্রয় দিবেন, তাকে ষড়যন্ত্র করার জন্য সাহায্য করবেন আর আমাদের সাথে পিরিতের সম্পর্ক আশা করবেন এটা হাস্যকর।
মামুনুল হক বলেন, এই পতিত স্বৈরাচারের দোসররা দেশের মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ভোরে ঝটিকা মিছিল করে। তাদের প্রতিহত করতে হবে। দেশে লাখ-লাখ মসজিদ ও মুসল্লী রয়েছে। আপনারা যারা ফরজের নামাজ পড়েন তারা নামাজ শেষে এই ফ্যাসিস্টদের প্রতিহত করতে অ্যালার্ট থাকবেন প্রতিটি পাড়া-মহল্লা থেকে দেশের সকল স্থানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।