বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না।”
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমেদ বিএনপির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করেন এবং বলেন, “বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হোক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান অনুযায়ী আইন তৈরি করা উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে রাজপথে পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা কতদিন সম্ভব? আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা বলেছিলাম, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক আদালতের আইন সংশোধন সংক্রান্ত দাবি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একদিকে দাবি করা হচ্ছে, অথচ বিচার করা হচ্ছে না, এবং রাজপথে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে—যা স্ববিরোধিতা।
আপনার মতামত লিখুন :