ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য হলেন বেলাল হোসেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য হয়েছেন বেলাল হোসেন।  তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির (আংশিক) আকার বাড়ানো হয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিষয়ে যুবদলের নবনির্বাচিত সদস্য বেলাল হোসেন জানান, আমাকে উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  সেই সঙ্গে উত্তর যুবদলের সবাইকে ধন্যবাদ জানাই।