ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:৩৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে "March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পতিত স্বৈরাচার সরকারের নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন কর্তৃক নির্যাতিতদের বিচার দাবি জানাই এবং অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।

স্মারকলিপি প্রদানের পর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এবং তারা জানান ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এসময় তারা জুলাই-আগস্টের  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

[33227]

"March for Justice" কর্মসূচির সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেন ও উপস্থাপন করেন সদস্য সচিব সেলিম রেজা।  

এতে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ্ হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক , কবির হোসেন ফকিরসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।