সরকার গঠনের পরও ‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার হওয়ার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গত বুধবার রাতে তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে নুর লেখেন, ‘সরকার গঠনের পরও মব জাস্টিস চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে; যা আমাদের কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে গত বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। মূলত গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে অবস্থান করা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে এ ভাঙচুর চালায় ছাত্র-জনতা। ধানমন্ডী ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর করেছে ছাত্র-জনতা। একইসাথে, জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক, গ্রাফিতি মুছে ফেলা ও মুর্যাল ভেঙে ফেলা হয়েছে।